Call Us: +8801711977642  |  Email: dr.md.horkhan@gmail.com

ডি – কিউয়েরভান ডিজিজ

কবজির বিভিন্ন রােগের মধ্যে ডি – কিউয়েরভান ডিজিজ অন্যতম। এ রােগ কবজির বাহির পার্শ্বে বুড়াে আঙুলের গােড়ায় পেশীর টেনডনের প্রদাহ করে। যে দুটো পেশী বুড়াে আঙুলের প্রধান নড়াচড়া করায় মূলত তাদের প্রদাহকে ডি – কিউয়েরভান ডিজিজ বা টেনডিনাইটিস বলে । এ রােগের প্রধান উপসর্গ হলাে ব্যথা এবং ব্যথা বুড়াে আঙুলের শেষ প্রান্ত এবং নিম্নবাহুর বাহির পার্শ্ব দিয়ে কনুই পর্যন্ত যেতে পারে। কবজি ও বুড়াে আঙুলের নড়াচড়ায় ব্যথা বেড়ে যায় । হাত দিয়ে কিছু ধরা এবং ওজন তােলা যেমন দুধ ও পানির জগ এবং চুলা থেকে ফ্রাইপ্যান ও পাতিল নামানাে বড়ই কষ্টকর। শিশুদেরকে বিছানা থেকে তুলতে ভীষন কষ্ট হয় । ভিজা কাপড় নিংড়ানাে প্রায়ই অসম্ভব। কখনও কখনও কবজি ও বুড়াে আঙুলের গােড়া লাল হয় ও ফুলে যায় । বুড়াে আঙুল ও তর্জনিতে অবশভাব হতে পারে। ডি -কিউয়েরভান ডিজিজ হঠাৎ বা আস্তে আস্তে শুরু হতে পারে । আস্তে আস্তে রােগ শুরু হলে সারতে অনেক সময় লেগে যায়।

এ রােগ কাদের হয় ?

০ যে কোন বয়সে এ রােগ হতে পারে তবে ৩০ থেকে ৫০ বৎসর বয়সে বেশী হয়।
০ পুরুষের তুলনায় মহিলারা ৮ থেকে ১০ গুন বেশী ভােগে ।
০ টেনিস, ব্যাডমিন্টন ও স্কি খেলােয়ার ।
০ হাতের অতিরিক্ত ব্যবহারকারী ।
০ অফিসে অতিরিক্ত লেখালেখি ।
০ হাতুরী ব্যবহারকারী ।
০ সেলাই কাজে ব্যস্ত।
০ বাগান পরিচর্যাকারী।
০ সরাসরি আঘাত।
০ গর্ভাবস্থা এবং পরবর্তী সময়ে ।
০ ডায়াবেটিস রােগী।
০ রিউমাটয়েড ও গাউটি আর্থাইটিস রােগী।

চিকিৎসা :

০ হাতকে পূর্ন বিশ্রামে রাখতে হবে এবং কাজ কর্ম থেকে বিরত থাকতে হবে ।
০ প্লিন্ট বা রিস্ট ব্রেচ ব্যবহার করে হাত উঁচু করে রাখলে ব্যথা কম হবে।
০ প্রাথমিক অবস্হায় ঠান্ডা এবং পরের দিকে গরম সেঁকে ব্যথা ও ফুলা কমবে।
০ ব্যথা নিরাময় ওষুধ সেবন ।
০ স্টেরয়েড ইনজেকশন পুশ করলে উপসর্গ দ্রুত উপশম হবে ।
০ ব্যথা ও ফুলা কমে যাওয়ার পর কবজি, হাত ও আঙুলের স্বাভাবিক নড়চড়া ও পেশী শক্তিশালী হওয়ার ব্যায়াম করাতে হবে ।

শল্য চিকিৎসার প্রয়ােজন কখন ?

০ মেডিকেল চিকিৎসায় ভালাে না হলে ।
০ স্টেরয়েড ইনজেকশন পুশ করা সত্বেও রােগের পুনরাবৃত্তি হলে ।
০ হাত ও আঙুল দুর্বল বা অবশভাব হলে ।

অপারেশনের মাধ্যমে বুড়াে আঙুলের টেনডােন বিঙ্কোচন করলে রােগীর উপসর্গ দ্রুত লাঘব হয়।

——————————————————

ডা. মো: হারুন অর রশিদ খান
সহকারী অধ্যাপক
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)
চেম্বারঃকেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল,
ঢাকাসিরিয়ালের জন্যঃ ০১৭১১৯৭৭৬৪২ ।