
Dr. Md Harun Or Rashid Khan
ROLE
Arthroscopic Surgeon
SPECIALTIES
Orthopaedic Surgery
Dr. Md Harun Or Rashid Khan is an Arthroscopic Surgeon. He is working at the National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation, Dhaka as Asst. Professor of Orthopaedic Surgery. He has been practising orthopaedic surgery since January 2003. He started performing Arthroscopic surgery in 2010. After obtaining the degree M S (Master of Surgery) in Orthopaedic & Trauma, he has completed Fellowship in Sports, Arthroscopy and Joint replacement surgery in London. He was also trained in Arthroscopy and Sports Surgery in India, Thailand, and Malaysia. He is famous in Knee Arthroscopy in Bangladesh. Besides, he is performing Knee Arthroscopy and has a special interest in Joint injury and Sports injury. He also performs Total Joint replacement of Hip and Knee.
S.S.C –
Palang High School, Barisal Sales Upozila, Barisal
H.S.C –
Barisal College, Barisal
M.B.B.S –
Sher-E Bangla Medical College, Barisal
D,ortho(DU) –
National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation (NITOR), Dhaka
MS (Ortho & Trauma) –
National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation (NITOR), Dhaka
- Sports Medicine, Arthroscopy and Joint Replacement – Sancheti Hospital, Pune, India.
- Arthroscopy and Joint Replacement – Royal orthopaedic hospital, Birmingham, UK.
- Cadaveric Knee Arthroscopy – Chulalongkorn University, Thailand.
- International Conference & Workshop of Indian Arthroscopy Society – Kolkata, India.
- Conmed linvatec Asian Arthroscopy Symposium – Pattaya, Thailand.
- Calicut, Kerala, India – 2018.
Successful Operation Gallery





ডি – কিউয়েরভান ডিজিজ
- 18 May 2022
- Arthroscopy
কবজির বিভিন্ন রােগের মধ্যে ডি – কিউয়েরভান ডিজিজ অন্যতম। এ রােগ কবজির বাহির পার্শ্বে বুড়াে আঙুলের গােড়ায় পেশীর টেনডনের প্রদাহ করে। যে দুটো পেশী বুড়াে আঙুলের প্রধান নড়াচড়া করায় মূলত তাদের প্রদাহকে ডি – কিউয়েরভান ডিজিজ বা টেনডিনাইটিস বলে ।

গোড়ালির হাড় ব্যথায় করণীয়
- 18 May 2022
- Ankle Bone
শরীরের বিভিন্ন হাড় ও জোড়ায় অতিরিক্ত হাড় গজায়। এদের মধ্যে গোড়ালির হাড় (ক্যালকেনিয়াম) অন্যতম যেখানে অতিরিক্ত হাড় গোড়ালির নীচে ও পিছনে গজায়। এ অতিরিক্ত হাড়কে ক্যালকেনিয়াম স্পার বলে। পায়ের সব চেয়ে বড় হাড় ক্যালকেনিয়াম যা দাঁড়ালে বা হাঁটলে সবচেয়ে প্রথম মাটির সংস্পর্শে আসে এবং শরীরের পূর্ণ ওজন বহন করে।

শরীরের জোড়া বা জয়েন্ট চিকিৎসার প্রয়োজনীয়তা
- 18 May 2022
- Joint Replacement
শরীরের দুই বা ততোধিক হাঁড় এর সংযোগ স্থলকে সহজভাবে জোড়া বা জয়েন্ট বলা হয়। জয়েন্ট ভেদে নড়াচড়ার মাত্রাও ভিন্ন হয়ে থাকে। সুস্থ ও সাবলীল জয়েন্ট এর জন্যে তার পূর্ণ গঠন (Anatomy) ও কার্যকারিতা (Function) ঠিক থাকা জরুরী।

হাঁটুর লিগামেন্ট ইনজুরি
- 18 May 2022
- Knee
বাস্তব সত্য যে, জীবনের কোন না কোন সময় যে কেউ হাঁটু আঘাতে ভোগে। হাঁটু এমন এক জটিল এবং গুরুত্বপূর্ণ জোড়া যা বসতে, দাঁড়াতে, হাঁটতে, দৌড়াতে, উপরে উঠতে এবং নামতে একান্ত প্রয়োজন। শরীরের বড় ও ওজন বহনকারী জোড়াগুলির মধ্যে হাঁটু অন্যতম।
