ডি – কিউয়েরভান ডিজিজ
কবজির বিভিন্ন রােগের মধ্যে ডি – কিউয়েরভান ডিজিজ অন্যতম। এ রােগ কবজির বাহির পার্শ্বে বুড়াে আঙুলের গােড়ায় পেশীর টেনডনের প্রদাহ করে। যে দুটো পেশী বুড়াে আঙুলের প্রধান নড়াচড়া করায় মূলত তাদের প্রদাহকে ডি – কিউয়েরভান ডিজিজ বা টেনডিনাইটিস বলে ।
গোড়ালির হাড় ব্যথায় করণীয়
শরীরের বিভিন্ন হাড় ও জোড়ায় অতিরিক্ত হাড় গজায়। এদের মধ্যে গোড়ালির হাড় (ক্যালকেনিয়াম) অন্যতম যেখানে অতিরিক্ত হাড় গোড়ালির নীচে ও পিছনে গজায়। এ অতিরিক্ত হাড়কে ক্যালকেনিয়াম স্পার বলে। পায়ের সব চেয়ে বড় হাড় ক্যালকেনিয়াম যা দাঁড়ালে বা হাঁটলে সবচেয়ে প্রথম মাটির সংস্পর্শে আসে এবং শরীরের পূর্ণ ওজন বহন করে।
শরীরের জোড়া বা জয়েন্ট চিকিৎসার প্রয়োজনীয়তা
শরীরের দুই বা ততোধিক হাঁড় এর সংযোগ স্থলকে সহজভাবে জোড়া বা জয়েন্ট বলা হয়। জয়েন্ট ভেদে নড়াচড়ার মাত্রাও ভিন্ন হয়ে থাকে। সুস্থ ও সাবলীল জয়েন্ট এর জন্যে তার পূর্ণ গঠন (Anatomy) ও কার্যকারিতা (Function) ঠিক থাকা জরুরী।
হাঁটুর লিগামেন্ট ইনজুরি
বাস্তব সত্য যে, জীবনের কোন না কোন সময় যে কেউ হাঁটু আঘাতে ভোগে। হাঁটু এমন এক জটিল এবং গুরুত্বপূর্ণ জোড়া যা বসতে, দাঁড়াতে, হাঁটতে, দৌড়াতে, উপরে উঠতে এবং নামতে একান্ত প্রয়োজন। শরীরের বড় ও ওজন বহনকারী জোড়াগুলির মধ্যে হাঁটু অন্যতম।
মেনিসকাস ইনজুরি ও চিকিৎসা
মেনিসকাস বা তরুণাস্থি বা কার্টিলেজ হলো নরম হাড় যা শরীরের বিভিন্ন শক্ত হাড়ের সাথে যুক্ত থাকে এবং জোড়ার মধ্যখানে অবস্থান করে। হাটুর জোড়ায় দুই হাড়ের মাঝখানে দুইটি মেনিসকাস থাকে। একটি মেনিসকাস হাঁটুর জোড়ার বাহির পার্শ্বে থাকে এবং অপরটি হাঁটুর জোড়ার ভিতর পার্শ্বে থাকে।