শরীরের জোড়া বা জয়েন্ট চিকিৎসার প্রয়োজনীয়তা
শরীরের দুই বা ততোধিক হাঁড় এর সংযোগ স্থলকে সহজভাবে জোড়া বা জয়েন্ট বলা হয়। জয়েন্ট ভেদে নড়াচড়ার মাত্রাও ভিন্ন হয়ে থাকে। সুস্থ ও সাবলীল জয়েন্ট এর জন্যে তার পূর্ণ গঠন (Anatomy) ও কার্যকারিতা (Function) ঠিক থাকা জরুরী।