ডি – কিউয়েরভান ডিজিজ
কবজির বিভিন্ন রােগের মধ্যে ডি – কিউয়েরভান ডিজিজ অন্যতম। এ রােগ কবজির বাহির পার্শ্বে বুড়াে আঙুলের গােড়ায় পেশীর টেনডনের প্রদাহ করে। যে দুটো পেশী বুড়াে আঙুলের প্রধান নড়াচড়া করায় মূলত তাদের প্রদাহকে ডি – কিউয়েরভান ডিজিজ বা টেনডিনাইটিস বলে ।